বাংলাদেশের বিস্ময় - বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক

News Editor 2022-12-26 জাতীয় View 849

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে ‘ভিজিট বাংলাদেশ-২০২২’ কর্মসূচির আওতায় ১১টি দেশের ১৩ জন বিদেশি সিনিয়র সাংবাদিকের সমন্বয়ে একটি দল সম্প্রতি বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেছে। বিদেশি সাংবাদিকদের সঙ্গে টিমের সঙ্গে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক তৌফিক হাসান।


সাংবাদিক দলের কেউ কেউ বলেন - বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক ‘বাংলাদেশের একটি বিস্ময়’।

আগত সাংবাদিকদের স্বাগত জানান বেক্সিমকোর পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ নাভেদ হোসেন। সাংবাদিকরা বেক্সিমকোর ভার্টিকাল লিডস গ্রিন সার্টিফাইড ইন্ডাস্ট্রিয়াল পার্কের সমস্ত ইউনিট পরিদর্শন করেন।  দলে ছিলেন আলজেরিয়ার সাংবাদিক নুরদ্দীন খেট্টাল, বোলাহলিবসামিয়া, বাহরাইনের সাংবাদিক মোহাম্মদ ইয়োসিফ, মোহাম্মদ আল রোমাইলি, বুলগেরিয়ান সাংবাদিক জর্জি তোশেভ, কম্বোডিয়ান সাংবাদিক এসআইভি লিম অ্যান, হংকংয়ের সাংবাদিক ইয়াং হ্যান, ওমানি সাংবাদিক জাসিম মোহাম্মদ আলী আল বাদ্দাই, পোলিশ সাংবাদিক কামিলা জুনিক, পর্তুগিজ সাংবাদিক আনভেসনিও, পর্তুগিজ সাংবাদিক নেভিসিয়া।


বেক্সিমকোর গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন দেখে তারা অভিভূত হন এবং আগ্রহ প্রকাশ করেন আরও জানবার। সেন্টার অব এক্সেলেন্স ইন্টারটেক ল্যাব, সাইক্লিং ওয়াটার, এক ছাদের নিচে বিশ্বের বৃহত্তম টেকসই ওয়াশিং প্ল্যান্ট এবং বেক্সিমকোর স্বয়ংক্রিয় পোশাক উত্পাদন কারখানায় উন্নত প্রযুক্তির ছোঁয়া তাদের মুগ্ধ করে। সাংবাদিক দলের কেউ কেউ বলেন - বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক ‘বাংলাদেশের একটি বিস্ময়’।

সাম্প্রতিক